সড়ক পরিবহন আইনের শ্রমিক স্বার্থবিরোধী ধারা সমূহ বাতিল করুন —সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট

7

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে শুক্রবার (১ নভেম্বর) বিকাল ৪টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ে মাসব্যাপী প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
এ সময় সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা আহ্বায়ক আবু জাফরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শ্রমিক ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক শাহজান আহমদ, নির্মাণ শ্রমিক ফ্রন্টের মাহবুব পাঠওয়ারি, রোহিদ আহমদ, জাহিদ হোসেন, রাসেল, ওসামা আহমদ, চা শ্রমিক ফেডারেশনের সুরঞ্চিত মোধি, ময়না সাবিতি, রিক্সা শ্রমিক ফ্রন্টের ওবায়দুল হক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শ্রমজীবী মানুষ সভ্যতা নির্মানের কারিঘর। কিন্তু শ্রমজীবী মানুষ সব অধিকার থেকে বঞ্চিত। দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধি শ্রমজীবী মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলছে। ৮ঘন্টা কর্মদিবস, সারাবছর কাজ, ন্যায্য মজুরি তা আজ সোনার হরিন।
সভায় বক্তারা, কার্যকর হওয়া সড়ক পরিবহন আইন-২০১৮ এর শ্রমিক স্বার্থবিরোধী ধারা সমূহ বাতিলের আহ্বান জানান। বিজ্ঞপ্তি