ধুপাগুল-সাহেবের বাজার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

8
খাদিমনগর ইউনিয়নের ধুপাগুল-সাহেবের বাজার সড়কের ধুপাগুল শহীদ মিনার থেকে মুহালদিক ব্রীজ পর্যন্ত রাস্তার সংস্কারের দাবিতে ধুপাগুল-সাহেবের বাজার রাস্তার সংস্কার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে মানববন্ধন।

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধুপাগুল-সাহেবের বাজার সড়কের ধুপাগুল শহীদ মিনার থেকে মুহালদিক ব্রীজ পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে ধুপাগুল-সাহেবের বাজার রাস্তা সংস্কার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) বাদ জুম্মা মুহালদিক ব্রীজের উপর এই মানববন্ধন হয়।
৬নং ওয়ার্ডের মেম্বার মো. বশির আহমদের সভাপতিত্বে ও ধুপাগুল-সাহেবের বাজার রাস্তা সংস্কার বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক সাইফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন, ধূপাগুল স্টোন ক্রাশার মালিক সমিতির সভাপতি নাসির উদ্দিন, আম্বরখানা সিএনজি শাখার সভাপতি আবুল খাঁ, সাংগঠনিক সম্পাদক এম নুরুল ইসলাম, সিলেট জেলা বারের সদস্য এডভোকেট খোরশেদ আলম, প্রবাসী আব্দুল জব্বার, মুজিবুর রহমান, সাইদুর রহমান সাঈদ, মইন উদ্দীন, সাইদুল ইসলাম, কছির উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইয়াংস্টার সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. মতিউর রহমান, সহ সাধারণ সম্পাদক এমরান আলী, অর্থ সম্পাদক হাফিজ আব্দুল মালিক, সদস্য আব্দুস শহীদ, সাইদুর রহমান, বিভিন্ন গ্রাম থেকে আগতদের মধ্যে মনজুর, তামিম, আব্দুস সালাম, খছরুল ইসলাম, মাছুম আহমেদ, রিফাত আহমেদ, সেবুল, রায়হান, নাঈম, শাকিল, জুনেদ, তুহিন, মাসাদ, সালাউদ্দিন, কুতুব, দেলোয়ার, জালাল, রুহেল, শাহিন, কামরান প্রমুখ।
উক্ত মানববন্ধনে সাহেবের বাজার, কান্দিরপথ, বড়বন, দেবাইবহর, ছালির মহল, পাঠানগাঁও, লিল্লাপাড়া, টিল্লাপাড়া, কান্তিপাড়া, নানাপাড়া, লোসাইন, কালাগুল, ছড়ারপারের হাজার হাজার সাধারন মানুষ এই মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কয়েক বছর ধরে এই এলাকার রাস্তার সংস্কার কাজ না হওয়াতে এ অঞ্চলের মানুষ হতাশায় দিন কাটাচ্ছেন। বক্তারা সড়ক দ্রুত মেরামত করে দিতে সংশ্লিষ্ট বিভাগের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি