আলো চাই

21

আশরাফ আলী চারু

চারদিকে কুয়াশা
চোখে দেখি ধোয়াশা
চলা ফেরা কষ্টের।

গা ঢাকা কাপড়ে
চশমার ফাপড়ে
খোঁজে ফেরি নষ্টের।

গাড়িটার বাতি আজ
করেনা ভালো কাজ
আলো নয় দেয় আলু ।

থমকে দাড়াতে
ভয়টা তাড়াতে
আলু নয় চাই আলো।