পাখির মেলা

26

আনোয়ার আল ফারুক

ঢোল বাজালো হুতোম পেঁচা
বসবে পাখির মেলা,
হরেক পাখি আসবে সেথায়
করবে সবে খেলা।

আসছে পাখি ঝাঁকে ঝাঁকে
লাল শিমুলের ডালে,
বুলবুলিটা সুর তুলেছে
বাদ্য বীণার তালে।

ময়না শালিক কাটছে পেঁয়াজ
ঘুঘু মশলা বাটে,
ধানশালিকে লাকড়ি কুড়ায়
চড়ুই গেছে হাটে।

ফিঙে শ্যামা আইনের লোক
নিয়ম কানুন বলে,
শাসন ভয়ে পাখিরা সব
বিধি মেনে চলে।

গাইছে কৌকিল দেশের গান
টিয়ে বাজায় ঢোল,
দরাজ গলায় বাজ পাখিরা
তুলছে দারুণ বোল।

সভাপতির আসন জুড়ে
বসছে ঈগল পাখি,
এমন খবর সাওর করছে
কাকাতুয়ায় ডাকি।

শুরুর ভাষন দিলো বাবুই
মধুর গানের তালে,
বক মামাটা ঘুমের ঘোরে
রক্ত শিমুল ডালে।

মাছরাঙাটা করছে ধ্যান
দোয়েল বাজায় শিষ,
কাজের চাপে টুনটুনিটা
হারালো সব দিশ।

খিদের জ্বালায় পাতার আড়ে
বাদুর আছে ঝুলে,
রাজ ময়ুরী সেই সুবাদে
নাচে পেখম তুলে।

মাছ মাংস রাঁধলো গুড়ে
পায়েশ হলুদ ঝালে,
তাই না দেখে রাঁধুনি ধনেশ
হাত দিয়েছে গালে।

মন মেজাজটা খারাপ করে
বসে আছে চিল,
নীল শকুনে খাবার লোভে
মারলো ছুঁড়ে ঢিল।

ঢিল ছুঁড়াতে উড়ে গেলো
সব পাখিদের দল,
লোভের নেশায় করল শকুন
এমন নোংরা ছল।