শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার – শারমিন সুলতানা

11
গোয়াইনঘাটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা।

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
গোয়াইনঘাটে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পালের সভাপতিত্বে ও সমাজ সেবা অফিসার আবু কাওছারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা। প্রধান অতিথির বক্তব্যে শারমিন সুলতানা বলেন শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার, এই লক্ষ্য পুরনে আমরা বদ্ধপরিকর। এরই আলোকে আজ সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি চেক বিতরণ করা হচ্ছে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারী বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার ইকবাল মিয়া, সমাজ সেবা কর্মকর্তা আবু সুফিয়ান প্রমুখ।