জগন্নাথপুর-সিলেট সড়কে গাড়ি চলাচল বন্ধ ২৩ অক্টোবর থেকে

31

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে সড়কের বেহাল দশার কারণে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর মধ্যে সব থেকে বেশি বেহাল হচ্ছে জগন্নাথপুর-সিলেট সড়ক। সিলেটের সাথে জগন্নাথপুর বাসীর যোগাযোগের একমাত্র এ সড়কটি দীর্ঘ প্রায় ২ বছর ধরে বেহাল দশায় পরিণত হয়। প্রতিনিয়ত সড়কের ভাঙনে ভারি যানবাহন ধেবে গিয়ে যানজটের সৃষ্টি হয়। সড়কটি মেরামতের দাবিতে ধর্মঘট সহ অনেক আন্দোলন হলেও কাজ হচ্ছে না।
এদিকে-জীবন-জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে এতো দিন যানবাহন চলাচল করলেও এখন চালানো সম্ভব না হওয়ায় দ্রুত সড়ক মেরামতের দাবিতে আবারো পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। আগামী ২৩ অক্টোবর থেকে জগন্নাথপুর-সিলেট সড়কে কোন প্রকার যানবাহন চলাচল করবে না। ২১ অক্টোবর সোমবার পরিবহন শ্রমিকদের পক্ষ থেকে এলাকায় মাইকিং করে ধর্মঘটের বিষয়ে জানানো হয়। জগন্নাথপুর উপজেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি শাহ নিজামুল করিম বলেন, সড়কের অবস্থা এতো খারাপ যে গাড়ি চালানো সম্ভব নয়। যে কারণে সড়ক মেরামতের দাবিতে বাধ্য হয়ে আমরা ধর্মঘটের ডাক দিয়েছি।