নবীগঞ্জে একটি রাস্তার দুরবস্থার কারণে চরম দুর্ভোগে পাঁচ গ্রামবাসী, যান চলাচল বন্ধ

6

নবীগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের বাংলা বাজার এর উত্তরে অবস্থিত বাংলাবাজার-রাইয়াপুর সড়কের দুরবস্থার কারণে দুর্ভোগে রয়েছেন প্রায় দশ হাজারো বাড়ি ঘর নিয়ে গহরপুরসহ পাঁচটি গ্রামের মানুষ। এই পাঁচটি গ্রামের মানুষ নিরীহ ও কৃষির ওপর নির্ভরশীল। গ্রামের প্রতিটি মানুষ যোগাযোগ ব্যবস্থা হিসেবে বাংলাবাজারমুখী সরু রাস্তাকে বেঁচে নিয়েছেন। প্রায় পাঁচ থেকে ছয় মাস পূর্বে রাস্তাটির সংস্কার কাজ সম্পন্ন হলেও আবারো সেই আগের অবস্থায় ফিরে গেছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, বাংলা বাজার হতে অর্র্ধ কিলোমিটার রাস্তার পার্শ্বের মাটি অবৈধভাবে খাল খনন করে নিয়ে বসতবাড়ি নির্মাণ করায় রাস্তাটি ভেঙ্গে যায় ফলে ওই রাস্তায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ওই রাস্তাটি দ্রুত গতিতে সংস্কার না করলে রাস্তা দিয়ে যান চলাচল ও মানুষ চলাচল করতে এবং গাড়ী নিয়ে কেউ অসুস্থ্য রোগীকে ডাক্তারে নিয়ে যেতে পড়তে হবে চরম দুর্ভোগে। বাংলাবাজার হতে রাইয়াপুর পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তাটি বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গেছে। ছোট বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। এ প্রতিনিধির সাথে আলাপকালে গ্রামর একাধিক লোক জানান, পাঁচটি গ্রামের প্রধান সরু রাস্তা স্থানীয় প্রভাবশালী লোকজন অবৈধভাবে খাল খননের মাধ্যমে মাটি ভরাট করায় রাস্তাটি প্রায় জায়গাতেই ভেঙ্গে গেছে। আরো ভেঙে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এই রাস্তাটি পুনঃসংস্কার করে যান চলাচলের উপযোগী করে এবং অবৈধভাবে খাল খনন বন্ধ করে প্রভাবশালী ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী দাবি জানিয়েছেন।