প্রাথমিক শিক্ষকের চতুর্থদিন পূর্ণ দিবস কর্মবিরতি পালন

6

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ কর্তৃক কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী মোতাবেক সহকারী শিক্ষকের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকের ১০ গ্রেডের দাবিতে গতকাল চতুর্থ দিনের পূর্ণ দিবস কর্ম বিরতি সারা দেশের ন্যায় সিলেট জেলায় প্রতিটি বিদ্যালয়ে পালিত হয়। ঐক্য পরিষদের কর্মবিরতি ৪র্থ দিনের পূর্ণ দিবসসহ ৪দিন কর্মসূচি পালন করায় প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের সিলেট জেলা সিনিয়র সদস্য মো. শহীদুজ্জামান এবং জেলা প্রতিনিধি প্রতাপ কুমার চক্রবর্তী সিলেট জেলার প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দ ও সকল শিক্ষকবৃন্দকে সংগ্রামী শুভেচ্ছা জানান। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের সিলেট জেলা প্রতিনিধি প্রমথেশ দত্ত বলেন, সহকারী শিক্ষকের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকের ১০ম গ্রেডের দাবিতে প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের ঘোষিত চতুর্থ দিনের পূর্ণ দিবসসহ কর্মবিরতি কর্মসূচিতে অংশগ্রহণ করে সোচ্ছারভাবে কর্মসূচি পালন করায় সিলেট জেলাসহ দেশের সকল প্রাথমিক শিক্ষকের প্রতি আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমরা সরকারের বিরুদ্ধে কোন কিছু করি নাই। আমাদের মর্যাদা ও অধিকার আদায়ের লক্ষ্যে কর্মসূচি পালন করেছি। আমি দেশের সকল উপজেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বিভাগীয় উপ-পরিচালক মহোদয়ের প্রতি বিনীতভাবে আবেদন জানাচ্ছি আমাদের শতভাগ শান্তিপূর্ণ কর্মবিরতি কর্মসূচির তথ্য সচিব, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর নিকট প্রেরণ করার জন্য। আমরা বিশ্বাস করি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, প্রধানমন্ত্রী নিকট আমাদের দাবীর কথা পৌঁছলে অবশ্যই ঘোষণা এসে যাবে। আজকের মধ্যে সু-স্পষ্ট ঘোষণা না আসলে ২৩ ডিসেম্বর ঢাকায় মহাবেশের জন্য প্রস্তুত থাকার জন্য সকলের প্রতি তিনি আহবান জানান। বিজ্ঞপ্তি