সুরমা মার্কেট থেকে জাল আইডি কার্ড প্রস্তুতকারী গ্রেফতার

18
র‌্যাবের অভিযানে আটক জাল আইডি কার্ড তৈরি চক্রের ২ সদস্য ও উদ্ধারকৃত আলামত।

স্টাফ রিপোর্টার :
নগরীর সুরমা মার্কেট থেকে দুজন জাল জাতীয় পরিচয়পত্র প্রস্তুতকারী গ্রেফতার করেছে র‌্যাব-৯।
বুধবার (৯ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাদের গ্রেফতার করে রবিবার (১৩ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন এএসপি নাহিদ হাসান ।
সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, এসএমপির কোতোয়ালী থানাধীন সুরমা মার্কেটর ২য় তলায় পূর্বপাশের আবদুর রহমান খানের মালিকানাধীন অফ ুড়হব নামক দোকান থেকে সিপিও-১, হার্ড ডিস্ক-১ টি, জাল জাতীয় পরিচয়পত্র-৬ টি, মোবাইল- ২ টি ও ১ টি পেন ড্রাইভসহ জাল জাতীয় পরিচয়পত্র প্রস্তুতকারী ২ জন প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব।
গ্রেফতারকৃত আসামিরা হলো- ইশতিয়াক চৌধুরী (২২), পিতা- আবদুস সোবহান চৌধুরী, সাং- খাদিম পাড়া, থানা- ফেঞ্চুগঞ্জ,জেলা- সিলেট, বর্তমানে- গৌওছ মিয়ার বাসা, রোডনং ৪, উপশহর, থানা- কোতোয়ালি, এসএমপি, সিলেট ও আমিন আলী শাহ (২০), পিতা- মাসুক আলী শাহ, সাং- মাসুক আলীর বাড়ি, থানা- কুলাউড়া, জেলা- মৌলভীবাজার, বর্তমানে- আবদুর রহমান খানের বাসার বাড়াটিয়া, মিরের ময়দান, কোতোয়ালি, এসএমপি, সিলেট।
গ্রেফতারকৃত আসামিদেরকে এসএমপির কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।