শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে – পররাষ্ট্রমন্ত্রী

7
ব্লেস ইন্টারশনাল স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে ফলক উন্মোচন শেষে মোনাজাত করছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি সহ অতিথিবৃন্দ।

মানবিক গুণাবলী সম্পন্ন আলোকিত মানুষ গড়ার সমৃদ্ধ স্বপ্ন নিয়ে পুণ্যভূমি সিলেট নগরীর মিরের ময়দানে পথচলা শুরু করেছে ব্লেস ইন্টারন্যাশনাল স্কুল। আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়টির উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে.আব্দুল মোমেন এমপি।
শনিবার (১২ অক্টোবর) বিকেলে নগরীর মিরের ময়দানে ব্লেস ইন্টারন্যাশনাল স্কুল এর উদ্বোধন করা হয়।
ব্লেস ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান অধ্যাপক ডা: এ.কে.এম. হাফিজ এর সভাপতিত্ব্ েউদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল গক চৌধুরী।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এমপি বলেন, বর্তমান প্রজন্মকেই দায়িত্ব নিতে হবে সোনার বাংলা গড়ার। আমাদের আগামী দিনের ভবিষ্যৎ এই শিশুরা যদি সঠিক শিক্ষায় শিক্ষিত হতে পারে তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার গড়ে তোলা সম্ভব। এজন্য শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আমরা শিক্ষা ক্ষেত্রে অনেক এগিয়ে গেছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলটির পরিচালনা পরিষদের সদস্য তানজিমূল ইসলাম, অমিতাভ নাগ, মারুফ সোবহান, সিদ্দিকুর রহমান ও জুনেদ আহমদ। বিজ্ঞপ্তি