বিয়ানীবাজারে ছাত্র জমিয়তের মানববন্ধনে বক্তারা ॥ অবিলম্বে ভারতের সাথে অসম চুক্তি বাতিল করুন

8

ছাত্রলীগ কর্তৃক বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে শনিবার (১২ অক্টোবর) বাদ আসর উত্তর বিয়ানীবাজার কেন্দ্রীয় মসজিদের সম্মুখে ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্টিত হয়৷
শাখা সহ সভাপতি হাফিজ আব্দুল্লাহর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন পৌর ছাত্র জমিয়তের সহ সভাপতি ছাত্রনেতা শরীফ আল হাসান।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্র জমিয়তের সহ সভাপতি ছাত্রনেতা আব্দুল হামিদ খান,বক্তব্য রাখেন চারখাই ইউনিয়ন ছাত্র জমিয়ত সভাপতি মুহাম্মদ শাহ আলম৷
প্রধান অথিতির বক্তব্যে ছাত্রনেতা আব্দুল হামীদ খান বলেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্বে স্টাটাস দেয়ার কারণেই মূলত আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে, সুতরাং আবরার’র খুনিদের বিচারের পাশাপশি বাংলাদেশের স্বার্থ বিরোধী সকল অসম চুক্তি বাতিল করতে হবে।
উপস্থিত ছিলেন উপজেলা জমিয়ত নেতা মাওলানা আব্দুশ শাকুর, কুড়ার বাজার ইউনিয়ন ছাত্র জমিয়ত সভাপতি সাহেদ আহমদ, উপজেলা ছাত্র জমিয়তের যুগ্ম সম্পাদক রুহুল আলম,সহসম্পাদক জাহিদুর রাহমান, সাংগঠনিক সম্পাদক সুহাইল আহমদ, কলেজ বিষয়ক সম্পাদক সিদ্দিক আলম, ব্যবসায়ী জসিম উদ্দীন, যুবনেতা মকবুল আহমদ, ছাত্রনেতা নুরুল আলম,কামরুল হক, কলেজ ছাত্র জমিয়ত সভাপতি সাইফুর রাহমান,ছাত্রনেতা এবাদুর রাহমান খান, শাওন আহমদ, মাহদি হাসান, রাসেল আহমদ সুহেদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি