আফসর আজিজ গংদের বিরুদ্ধে বিশাল মানববন্ধন ॥ ঘাসিটুলা মসজিদের জমি রক্ষায় প্রধানমন্ত্রীর সাহায্য কামনা

18
১০নং ওয়ার্ডের ঘাসিটুলা বড় জামে মসজিদ প্রাঙ্গণে মসজিদ কমিটি ও মুসল্লিদের আয়োজনে আফসর আজিজ গংদের হাত থেকে ঘাসিটুলা জামে মসজিদের ভূমি রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিলেট সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের ঘাসিটুলা বড় জামে মসজিদ প্রাঙ্গণে মসজিদ কমিটি ও মুসল্লীদের আয়োজনে আফসর আজিজ গংদের হাত থেকে ঘাসিটুলা জামে মসজিদের ভূমি রক্ষায় প্রধানমন্ত্রীর সাহায্য কামনায় এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ অক্টোব) বাদ জুম্মা অনুষ্ঠিত এ মানববন্ধনে হাজারো মুসল্লী অংশগ্রহণ করেন।
মসজিদের মোতাওয়াল্লী হাজী মো. সামসুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি জিলাল উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে মুসল্লীরা বলেন- মুসল্লীরা আরো বলেন, ধর্মপ্রাণ মুসল্লীরা ইচ্ছে করলে যে কোন ত্যাগের বিনিময়ে যে কোন মুহূর্তে মসজিদের পবিত্র ভূমি উদ্ধার করতে পারে। কিন্তু আমরা কোন দাঙ্গা-হাঙ্গামা ও অশান্তির পরিবেশ চাই না। তাই সময় থাকতে সম্মান বাঁচিয়ে মসজিদের ভূমি অবিকল অবস্থায় মসজিদকে সমজিয়ে দেওয়ার জন্য বলছি, অন্যতায় যে কোন অনভিপ্রেত ঘটনার দায়ভার ভূমি খেকো ও দখলবাজদের বহন করতে হবে বলে হুঁশিয়ারি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মসজিদ বৃহত্তর ঘাসিটুলা এলাকার পঞ্চায়েত কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, মসজিদ কমিটির সহ-সেক্রেটারি মো. আব্দুল মতিন, ক্যাশিয়ার মো. মানিক মিয়া, সহ-ক্যাশিয়ার মো. হাবিবুর রহমান, সদস্য মো. জিলাল উদ্দিন, মো. এখলাছুর রহমান, মো. শাহজাহান, মো. সুহেল মাহমুদ, মো. সামছুদ্দীন, মো. জামাল উদ্দিন, মো. হেলাল মিয়া, মো. সিরাজ মিয়া, মো. আবুল কালাম, মো. আব্দুর সাত্তার, মঈন উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি