গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় পুলিশের ৬ সদস্য আহত

11

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
গোয়াইনঘাটে ডিউটি শেষে পুলিশ লাইনে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৬ পুলিশ সদস্য ও ড্রাইবার আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক।
আহতরা হলেন পুলিশ কনস্টেবল সোহেল আহমদ, নাইম, নাজমুল, মোশারফ, নসরুল, রাফুল ও তাদের বহনকারী পিকআপের চালক আশিষ দাশ।
আহতদের মধ্যে সোহেল ও মোশারফের অবস্থা আশংকাজনক বলে খবর পাওয়া গেছে।
গোয়াইনঘাট থানা পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাটে ডিউটি শেষে সিলেট পুলিশ লাইনে ফেরার পথে পুলিশবাহী পিকআপ সিলেট অভিমুখে রওয়ানা করে সতি এলাকার ঝুঁকিপূর্ণ বাকে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি তাদের বহনকারী পিকআপে মুখোমুখি ধাক্কা মারে। এসময় পুলিশবাহী পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার পর এলাকাবাসী আহতদের উদ্ধার করে। তাৎক্ষণিক গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসা হয়। খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন গোয়াইনঘাট সার্কেল এএসপি নজরুল ইসলাম, গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) হিল্লোল রায়সহ পুলিশ সদস্যরা।
এরপর আহতদের গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিলেট- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।