জগন্নাথপুরে বহিরাগতদের বাতিলের দাবিতে মানববন্ধন

7

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ বহিরাগতদের মৌখিক পরীক্ষা থেকে বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ অক্টোবর বুধবার স্থানীয় পৌর পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এম শামীম আহমদের সভাপতিত্বে ও শিক্ষক আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, পৌর কাউন্সিলর আবাব মিয়া, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা সম্পাদক কুতুব উদ্দিন, নুরুল হক, জাতীয় পার্টি নেতা আবদুল মনাফ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, ছাত্রলীগ নেতা আবদুল মুকিত, শিক্ষক রমেন্দ্র কুমার গোপ, বিজয় কৃষ্ণ দাস, রূপক কান্তি দে, ছাত্র নেতা রনিরাজ, সমাজকর্মী ওবায়দুর রহমান জাবেদ, মাসুম মিয়া, স্থানীয় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থী সাইদুর রহমান, শের আলী প্রমুখ।