হবিগঞ্জে কুমারী পূজা অনুষ্ঠিত

14

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
সারাদেশের ন্যায় হবিগঞ্জের রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল ১০টায় হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হয়েছে কুমারী মায়ের পূজা।
এবারের কুমারী ৭বছরের শিশু কন্যা সোমা মল্লিক সে হবিগঞ্জ শহরের পুরাণ মুন্সেফী এলাকার সৌমেন্দ্র নাথ মল্লিকের কন্যা।
পূজার পূর্বে কুমারীকে স্নান করিয়ে নতুন কাপড় পরানো হয়। হাতে দেয়া হয় ফুল, কপালে সিদুরের তিলক এবং পায়ে আলতা। ঠিক সময়ে সুসজ্জিত আসনে বসিয়ে ষোড়শোপচারে পূজা করা হয় কুমারী মাকে। চারদিক মুখরিত হয় শঙ্খ, উলুধ্বনি আর মায়ের স্তব-স্তুতিতে। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবীরা কঠোর পরিশ্রম করেন। ওই এলাকাকে যানজট মুক্ত রাখতেও নেয়া হয় বিশেষ ব্যবস্থা।
এদিকে কুমারী পূজা দেখতে সকাল থেকেই রামকৃষ্ণ মিশনে হাজার হাজার নারী-পুরুষ ভীড় জমিয়েছে জেলা ও জেলার বাহির থেকে।