শেখ হাসিনার সঙ্গে সোনিয়া গান্ধীর সাক্ষাৎ ॥ শেখ হাসিনা যা বিশ্বাস করেন সেটির জন্য সাহসের সঙ্গে লড়াই করেন

52
ভারতের নয়া দিল্লিতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হোটেল তাজ মহলে ভারতের জাতীয় কংগ্রেস এর সভাপতি শ্রীমতি সোনিয়া গান্ধী সৌজন্য সাক্ষাৎ করেন।

কাজিরবাজার ডেস্ক :
নয়াদিল্লীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী। রবিবার দুপুরে নয়াদিল্লীর হোটেল তাজমহলে এই সাক্ষাৎ হয়।
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এবং প্রিয়াঙ্কা গান্ধীও এ সময় উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, সাক্ষাতে তারা অতীতের স্মৃতি রোমন্থন করেছেন।
১৯৭১ সালে বাংলাদেশের প্রতি ভারত সরকার ও তাদের জনগণের ভূমিকার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনীতিতে পদার্পণ করায় প্রিয়াঙ্কা গান্ধীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ নজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
শেখ হাসিনাকে অনুপ্রেরণা বললেন প্রিয়াঙ্কা গান্ধী : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর তাকে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। রবিবার নয়াদিল্লীতে শেখ হাসিনার সঙ্গে কংগ্রেস নেতাদের বৈঠকের সময় তিনি উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এক টুইট বার্তায় প্রিয়াঙ্কা শেখ হাসিনাকে বড় ধরনের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।
টুইটারে প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, শেখ হাসিনার বৈশিষ্ট্য হলো তিনি যা বিশ্বাস করেন সেটির জন্য সাহস ও অধ্যবসায়ের সঙ্গে লড়াই করা। তিনি লিখেছেন, শেখ হাসিনাজীর কাছ থেকে প্রতীক্ষিত আলিঙ্গন পেলাম। দীর্ঘদিন ধরে তার সঙ্গে পুনরায় সাক্ষাতের অপেক্ষায় ছিলাম। স্বজন হারানো ও প্রতিকূলতা মোকাবেলায় তার শক্তি এবং যা বিশ্বাস করেন সেটির জন্য সাহস ও অধ্যবসায়ের সঙ্গে লড়াইয়ের কারণে তিনি সব সময় আমার কাছে বড় ধরনের অনুপ্রেরণা।