আ ন ম শফিকুল হক-এর ‘জীবন ও কর্ম’ শীর্ষক সেমিনার ॥ আ ন ম শফিকুল হক ছিলেন একজন স্বচ্ছ রাজনীতিবিদ

9

দৈনিক সিলেটের ডাকের নির্বাহী সম্পাদক ও বিশিষ্ট গবেষক আবদুল হামিদ মানিক বলেন, আ ন ম শফিকুল হক ছিলেন একজন সৎ ও পরিচ্ছন্ন সমাজ সেবক এবং স্বচ্ছ রাজনীতিবিদ।
শনিবার সন্ধ্যা ৭টায় প্রগতিশীল পাঠকসংঘ শৈলীর উদ্যোগে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসরকক্ষে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সংগঠক, বিশিষ্ট রাজনীতিবিদ ও শৈলীর অন্যতম সুধী আ ন ম শফিকুল হক-এর ‘জীবন ও কর্ম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শৈলীর প্রধান উপদেষ্টা, কবি ও গবেষক সৈয়দ মবনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, কেমুসাসের সহ-সভাপতি গল্পকার সেলিম আউয়াল, কেমুসাসের সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী এবং ভাষাসৈনিক মতিনউদ্দিন জাদুঘরের পরিচালক ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার। শৈলীর সাধারণ সম্পাদক তানভীর অনিক ও সহ-সাধারণ সম্পাদক সুফিয়ান আহমেদের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন শৈলীর সভাপতি মাজিদুল ইসলাম চৌধুরী। শৈলীর অর্থ-সম্পাদক ইসমাঈল আলীর কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শৈলীর উপদেষ্টা সচিব কবি মাহবুব মুহম্মদ এবং উপদেষ্টা প্রাবন্ধিক ফিদা হাসান। বিজ্ঞপ্তি