ভারত সফরের ক্যাম্প শুরু ২৫ অক্টোবর, যোগ দেবেন ভেট্টরি

9

ক্রীড়াঙ্গন রিপোর্ট :
আগামী নভেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পথচলা। টেস্ট ফরম্যাটে বাংলাদেশের বলার মতো কোনো সাফল্য নেই। মাঝে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেলেও সেটা হয়তো অঘটনই বলা যায়।
গত সেপ্টেম্বরে আফগানিস্তানের কাছে একমাত্র টেস্টে পরাজয়ের পরই ফুঠে ওঠে বাংলাদেশের দীর্ঘ পরিসরে ক্রিকেটের করুণ অবস্থা। তাই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ টাইগাদের জন্য বেশ চ্যালেঞ্জিং। বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও বর্তমান ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খানও মনে করেন সিরিজটা তাদের জন্য কঠিন হবে। আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হবে ভারত সফরকে সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প।
শনিবার (৫ অক্টোবর) মিরপুরের বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে এ কথা জানান তিনি। আকরান খান বলেন, ‘ভারত সফরটা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ ভারত অন্যতম সেরা দল, বিশেষ করে নিজেদের মাটিতে আরও বেশি শক্তিশালী। এটা আমদের জন্য অনেক কঠিন হবে। যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হবে, সেই কথা চিন্তা করেই ভারতে দুইবার দল পাঠিয়েছি। ন্যাশনাল লিগ শুরু হচ্ছে। এর মাঝেই আগামী ২৫ তারিখ থেকে শুরু হবে ক্যাম্প।’
ভারতের বিপক্ষে সিরিজের দলে যোগ দেওয়ার কথা রয়েছে স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরির। ক্যাম্প শুরু হওয়ার আগেই সাবেক কিউই অধিনায়ক বাংলাদেশে আসবেন বলে জানান আকরাম। তিনি বলেন, ‘আমাদের ক্যাম্প শুরু হবে ২৫ তারিখে তার আগেই ভেট্টরি বাংলাদেশে আসবে এবং পুরো সিরিজেই দলের সঙ্গে থাকবে।’