নির্ধারিত সময়ে বিপিএল না হওয়ার শঙ্কা

14

ক্রীড়াঙ্গন রিপোর্ট :
আগামী ০৬ ডিসেম্বর শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের সপ্তম আসর। তবে কোনো ফ্র্যাঞ্চাইজি ছাড়াই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিজ উদ্যোগেই এবারের বিপিএল আয়োজন করার কথা জানিয়েছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। যার নাম দেওয়া হয় ‘বঙ্গবন্ধু বিপিএল’।
তবে গত সপ্তাহে বিসিবি’র মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস জানিয়েছিলেন, নির্ধারিত সময়ে বিপিএল আয়োজন করা নিয়ে শঙ্কা রয়েছে। এবার বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানও একই কথা জানালেন।
শনিবার (৫ অক্টোবর) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান। আকরাম বলেন, ‘এটা আমি পুরোপুরি জানি না। এখনো দুই মাস সময় রয়েছে। সপ্তাহখানেকের মধ্যে বুঝা যাবে সিদ্ধান্ত কোনদিকে যাবে। তবে সময়টা অনেক টাইট হয়ে গেছে। যা সিদ্ধান্ত নেওয়ার তা অল্প সময়ের মধ্যে নিতে হবে। আয়োজন করতে এই সময়ের মধ্যেই করতে হবে অন্যথায় খুব কঠিন হয়ে যাবে। পরে আর সময় পাওয়া যাবে না।’
ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আলোচনা শেষে নানা জটিলতার কারণে বিসিবি নিজ উদ্যোগেই বিপিএল আয়োজনের কথা জানিয়েছিল। কিন্তু সেই আয়োজন নিয়েও এখন শঙ্কা দেখা দিয়েছে।