আন্তর্জাতিক অহিংসা দিবসে ডিআই’র র‌্যালী

8
আন্তর্জাতিক অহিংসা দিবসে অহিংসায় বুনি সম্প্রীতির বাংলাদেশ শ্লোগানে সিলেট নগরীতে ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল সিলেট আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে র‌্যালী বের করা হয়।

“অহিংসায় বুনি সম্প্রীতির বাংলাদেশ” শ্লোগানে সিলেট নগরীতে ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল সিলেট আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে র‌্যালী বের করা হয়।
বুধবার ২ অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস উপলক্ষে সিলেট জেলা পরিষদ মিলনায়তনের সামনে থেকে বের হওয়া র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদে শেষ হয়। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনলের রিজিওনাল ম্যানেজার সুদীপ্ত চৌধুরী, রিজিওনাল কোঅর্ডিনেটর মোছাম্মদ রাহিমা বেগম, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহমদ মুকুল, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব সালমা বাছিত, সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাসনা হেনা চৌধুরী, সিসিকের প্যানেল মেয়র রোকসানা বেগম শাহনাজ, সিলেট মহানগর মহিলা দলের সভাপতি জাহানারা ইয়াসমিন গোলাপি, সিলেট জেলা যুবলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ জাহিদ সরওয়ার সবুজ, এছাড়াও ডেমোক্রেসি ইন্টার ন্যাশনালের রাজনৈতিক ফেলো দিদার ইবেন তাহের লস্কর, এডভোকেট খালেদ জুবায়ের, রিনা আক্তার, তারান্নুম চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি