ব্লগার অনন্ত বিজয় হত্যা মামলায় আরো ২ জনের সাক্ষ্য গ্রহণ

9

স্টাফ রিপোর্টার :
মুক্তচিন্তার লেখক অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় আরো ২ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। গতকাল মঙ্গলবার সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ মমিনুন নেসা তাদের এ সাক্ষ্যগ্রহণ করেন। আবদুস সোবহান ও আনোয়ার হোসেন আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদান করেন।
মামলায় সিআইডি তদন্ত শেষে সর্বমোট ২৯ জনকে সাক্ষী করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এই চাঞ্চল্যকর মামলায় গতকাল মঙ্গলবার প্রত্যক্ষদর্শী ওই ২ সাক্ষীসহ এ পর্যন্ত মোট ১১জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। আদালত পরবর্তী তারিখ সাক্ষ্য গ্রহণের জন্যে নির্ধারণ করেছেন।
মামলার আসামি মান্নান ইয়াহিয়া, আবুল খয়ের রশিদ আহমদ, শফিউর রহমান ফারাবী, আবুল হোসেন, ফয়সল আহমদ, হারুন অর রশিদকে অভিযুক্ত করে বিচার শুরু হয়। এর মধ্যে মান্না ইয়াহিয়া কারাগারে আটক অবস্থায় মারা যায়। বর্তমানে আবুল খয়ের রশিদ আহমদ ও শফিউর রহমান ফারাবী কারাগারে আটক এবং অপর আসামিরা শুরু থেকেই পলাতক রয়েছে।
মুক্তচিন্তার লেখক ব্লগার অনন্ত বিজয় দাশ খুনের মামলায় এজাহারদাতাপক্ষের আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করছেন এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, মোহাম্মদ মনির উদ্দিন, সৈয়দ রাহাত।
উল্লেখ্য, লেখক অনন্ত বিজয় দাশকে উগ্রবাদী জঙ্গিরা প্রকাশ্যে নির্মমভাবে খুন করে। গত ১২ মে ২০১৫ সালে নিজ বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে সকাল সাড়ে ৮টায় তাকে পরিকল্পিতভাবে আক্রমন করে। উল্লিখিত আসামিগণ নগরীর সুবিদবাজার এলাকায় দস্তিদার দীঘির দক্ষিণপার সংলগ্ন পাকারাস্তার উপর উপর্যপুরি চাপাতি দিয়ে কুপিয়ে তাকে খুন করে।