শাবিতে খোয়ই বন্ধন এর দু’দিন ব্যাপী কর্মশালা

11

শাবি থেকে সংবাদদাতা :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হবিগঞ্জ জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন খোয়াই বন্ধনের উদ্যোগে দুদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
‘অ্যাডভান্সড ট্রেইনিং অন অ্যাসাইনমেন্ট/থিসিস/সায়েন্টিয়িক আর্টিকেল প্রেপারেশন ইউজিং’ শিরোনামে দু’দিনব্যাপী কর্মশালা শুক্রবার বিকেল ৩টা থেকে ৬টা এবং শনিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত একাডেমিক বিল্ডিং ‘ই’র গ্রাউন্ড ফ্লোরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শুক্রবার কর্মলাশাটি উদ্বোধন করেন শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, স্কুল অফ এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সেস এর ডিন ও ফরেস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. বেলাল উদ্দিন, সেন্ট্রাল অব এক্সিলেন্সের ভারপ্রাপ্ত পরিচালক রুবেল আহমেদ প্রমুখ।
এতে প্রশিক্ষক হিসাবে ছিলেন ফরেস্টি এন্ড ইনভারমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রিদওয়ান। সার্বিক আয়োজনে ছিলেন খোয়াই বন্ধনের সভাপতি মোশতাক আহমেদ শাকিল এবং সাধারণ সম্পাদক মাহফুজুল আলম রনি। এছাড়া কনভেনর হিসাবে ছিলেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের আরমান হোসাইন।