ছাতকে দেড় বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত এক সহকারী শিক্ষিকা !

116

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকের দেবেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা খালেদা ইয়াসমিন দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। শারীরিক অসুস্থতা দেখিয়ে চিকিৎসার আবেদন দিয়ে ছুটি নিয়ে বিদ্যালয় ত্যাগ করে আর ফিরে আসেননি এ শিক্ষিকা। প্রায় দেড় বছর ধরে এ শিক্ষিকা বিদ্যালয়ে অনুপস্থিত থাকা সত্ত্বেও তারে বিরুদ্ধে কোন বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়নি। দীর্ঘ অনুপস্থিতির কারণে বিদ্যালয়ে পাঠদানেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। প্রায় সময়ই প্রধান শিক্ষক দাপ্তরিক কাজে বাইরে থাকতে হয়। বিদ্যালয়ে পূর্ণাঙ্গ জনবল থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের পাঠ গ্রহণের ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
জানা যায়, দেবেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪শ’ শিক্ষার্থীদের পাঠদানের জন্য প্রধান শিক্ষকসহ ৮জন সহকারী শিক্ষিকা রয়েছেন। গত ২৪ সেপ্টেম্বর বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ও সহাকারী শিক্ষক অঞ্জন কান্তি তালুকদারকে বিদ্যালয়ে পাওয়া যায়নি। ব্যক্তিগত কাজে প্রধান শিক্ষক সিলেটে এবং ছুটিতে আছেন সহকারী শিক্ষক অঞ্জন কান্তি তালুকদার। এ সময় অন্যান্য শিক্ষিকাগণ তাদের সহকর্মী শিক্ষিকা খালেদা ইয়াসমিন দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিতির কথা জানান। জানাযায়, এ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা খালেদা ইয়াসমিন বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন বলে জানা গেছে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জানান, শিক্ষিকা খালেদা ইয়াসমিন ছুটিতে আছেন। তার পদ এখনো শূন্য বলা যাবে না। তিনি একাধিকবার ছুটি বৃদ্ধি করেছেন। তার অনুপস্থিতির বিষয়টি উপজেলা শিক্ষা অফিসে লিখিতভাবে অবহিত করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস জানান, সহকারী শিক্ষিকার অনুপস্থিতির বিষয়টি লিখিতভাবে জেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করে তার বিরুদ্ধে বিভাগীয় ভাবে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।