সম্রাট গ্রেফতার কি না শীঘ্রই দেখবেন – স্বরাষ্ট্রমন্ত্রী

16

কাজিরবাজার ডেস্ক :
যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন সম্রাট গ্রেফতার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আপনারা দেখবেন, খুব শীঘ্রই দেখবেন। শনিবার হোটেল সোনারগাঁওয়ে চীনের ৭০ বছরের অর্জন নিয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এ সময় সাংবাদিকরা জানতে চান, সকাল থেকে সম্রাটকে আটকের গুঞ্জন শোনা যাচ্ছে। তিনি আটক কিনা? জবাবে তিনি বলেন, অপেক্ষা করুন, যা ঘটে দেখবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে যেই ধরনের অপরাধই করুক না কেন তাকে আইনের মুখোমুখি হতে হবে। এ জন্য আমরা তথ্যভিত্তিক অভিযান চালাচ্ছি। আপনারাও দেখছেন। অপরাধ ঘটছে বা যারা অপরাধ ঘটাচ্ছে এমন খবর যখন পাব। তখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা কোন শুদ্ধি অভিযান নয়। এটা সুশাসন প্রতিষ্ঠার জন্য যা করার প্রয়োজন তাই আমরা করছি। সম্র্রাটকে গ্রেফতার করেছেন কি-না এমন প্রশ্নে জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেখবেন, আপনারা শীঘ্রই দেখবেন। আপনারা অনেককিছু বলছেন, আমরা যেটা বলছি সম্রাট হোক বা যেই হোক অপরাধ করলে তাকে আমরা আইনের আওতায় আনব। আমি এটা এখনও বলছি, সম্র্রাট বলে কথা না-যে কেউ আইনের আওতায় আসবে। আপনারা সময় হলেই দেখবেন। ক্যাসিনোর অভিযানে পুলিশের থেকে র‌্যাবই সফল। এতে মানুষ পুলিশের ওপর আস্থা হারাচ্ছে। বিভিন্ন সময় পুলিশের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে। এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল জানান, এটা আমি ক্লিয়ার করে দিতে চাই, যেহেতু অভিযানটি র‌্যাব শুরু করেছে। আমরা বলছি, তাই ক্যাসিনোর অভিযান র‌্যাবই করছে। এর আওতায় এনে কাউকে যেন অযথা হ্যারাজ করা না হয় সেজন্য এই পরিকল্পনা। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আপনাদের আমরা সবসময় সঠিক তথ্যটাই দিয়ে থাকি। চলমান যে অভিযান এটাকে আমি অভিযান বলব না, এটা সবসময় হয়ে থাকে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে এগিয়ে গেছে তার মূল কারণ হলো, সামনে কি আসবে সেটা নিয়ে চিন্তা করেন। তিনি জানান, এ কারণে তিনি দেশকে একটা পর্যায় নিয়ে গেছেন। সেটা কীভাবে টেকসই উন্নয়নে রূপান্তরিত করা যায় সেজন্য প্রধানমন্ত্রী সুশাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন। সুশাসন প্রতিষ্ঠায় তিনি সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সবাইকে আইন মেনে চলতে বলেছেন।