গোলাপগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে লাশ হয়ে বাড়ী ফিরলেন বৃদ্ধ

11
গোলাপগঞ্জে সুরমা নদীতে নিহত হওয়া বৃদ্ধের লাশ দেখতে উৎসুক জনতার ভিড়। (ইনসেটে) লাশের ছবি।

সেলিম হাসান কাওছার গোলাপগঞ্জ থেকে :
গোলাপগঞ্জে সুরমা নদীতে গোসল করতে গিয়ে শরিফ উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধ লাশ হয়ে বাড়ী ফিরলেন। তিনি পৌরসভার ১নং ওয়ার্ডের ফুলবাড়ী পূর্বপাড়া গ্রামের মৃত তছু আলীর ছেলে। ওই বৃদ্ধ পারিবারিক জীবনে এক ছেলে ও দুই মেয়ের জনক। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নিহতের বাড়ীতে গিয়ে দেখা যায় শোকের মাতম বইছে। নিহতের ভাতিজা শাকিল আহমদ জানান,সকাল সাড়ে ১১টায় তিনি সুরমা নদীতে গোসল করতে যান। সাড়ে ১২টার মধ্যে বাড়ীতে না আসায় স্বজনরা সুরমা নদীতে যান। এ সময় নদীর তীরে কাপড় পাওয়া গেলেও চাচাকে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে সিলেটে ফায়ার সার্ভিসের লোকদের বিষয়টি জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে এবং প্রায় ঘন্টাখানেক খোঁজাখুজির পর বিকাল সাড়ে ৪টায় লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের পর দেখা যায় শরিফ আলীর চোখ-মুখ দিয়ে রক্ত ঝরছিল। স্থানীয়রা জানান,নিহত ব্যক্তির বাড়ীতে পুকুরসহ সবধরণের গোসলের ব্যবস্থা রয়েছে। কি কারণে হঠাৎ নদীতে গোসল করতে গেলেন কেউ বলতে পারছে না। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত ওসি মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন-এ ঘটনায় নিহতের পরিবার কোন ধরণের অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নেবো।