সাংবাদিক মহিউদ্দিন শিরু’র ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

17
মহিউদ্দিন শিরুর ১০ম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করছেন মহিউদ্দিন শিরু স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ।

বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব মহিউদ্দিন শিরু’র ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল ২৫ সেপ্টেম্বর বুধবার মহিউদ্দিন শীরু স্মৃতি পরিষদ ও পরিবারের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালিত হয়।
কর্মসূচীর মধ্যে ছিলো সকাল ১০টায় হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে খতমে কোরআন, বাদ জোহর মিলাদ মাহফিল ও দোয়া এবং পরে কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবদন।
খতমে কোরআন তেলাওয়াতে অংশ নেন, হাফিজ মাওলানা ক্বারি আবু ইউছুফ চৌধুরী, ক্বারি মোঃ আব্দুছ ছালাম, ক্বারি মোঃ আবুল নেইছ, হাফিজ সিরাজুল ইসলাম, হাফিজ হোসাইন আহমদ সিরাজ, ক্বারি জমির উদ্দিন, ক্বারি দেলওয়ার হোসাইন, ক্বারি আব্দুল নুর, মোঃ আলাউদ্দিন, মোঃ ইসহাক মিয়া।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদনে উপস্থিত ছিলেন মহিউদ্দিন শিরু স্মৃতি পরিষদের সভাপতি ও দৈনিক উত্তর পূর্বের প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম, সাধারণ সম্পাদক সৈয়ীদ আহমদ বহলুল, সাংবাদিক রোটারিয়ান কাজী হেলাল, মরহুমের একমাত্র সন্তান ওয়াজি আহমদ অমু, আকম হুমায়ুন আহমদ, বিশিষ্ট ছাত্র নেতা সৈয়দ মস্তাক উদ্দিন আহমদ, মোঃ ফারুক মিয়া, বদরুল ইসলাম সাকির, সৈয়দ আজবি আহমদ নয়ন প্রমুখ।
মরহুমের ভ্রাতা এডভোকেট নূর উদ্দিন আহমদ, বিশিষ্ট সমাজ সেবক, সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিশিষ্ট সাংবাদিক চৌধুরী মোঃ জিলন, বিশিষ্ট সাহিত্যিক ও কলামিষ্ট সৈয়দ মোঃ তাহের, রুহুল কুদ্দুছ মাসুম, সৈয়দ মোস্তাক আহমদ, হাফিজ আব্দুছ ছালাম, হাফিজ সিরাজুল ইসলাম, হাফিজ সালাহ উদ্দিন, মাওলানা সাইফুদ্দিন, মাওলানা জাকির হোসাইন, হাবিবুল্লাহ, কারী মোঃ আবুল লেইছ, হাফিজ নুরুল ইসলাম প্রমুখ।
মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা ক্বারি শেখ কবির উদ্দিন আহমদ, দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা ক্বারি আবু ইউছুফ চৌধুরী।
বাদ মাগরিব মরহুমের ধোপাদীঘির পূর্বপারস্থ বাসভবনে আয়োজিত দোয়া মাহফিলে মহিউদ্দিন শীরু স্মৃতি পরিষদের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ সহ মরহুমের সহপাটি, সহকর্মী, শুভানুধ্যায়ী, শিক্ষার্থী, আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি