মিছিল সমাবেশে বক্তারা ॥ বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি দেশবাসী দেখতে চায়

10
দুর্নীতিবাজদের ব্যাপারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবিতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম ও যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়।

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম ও যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে গতকাল বুধবার সিলেট সিটি পয়েন্টে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি রোধে অবিলম্বে ন্যায়পাল নিয়োগ ও তাদের বিষয় সম্পত্তির হিসাব সরকারের নিকট দাখিলের বিধান বাধ্যতামূলক করত: বড় বড় দুর্নীতিবাজদের ব্যাপারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার করত: চলমান সরকারের শুদ্ধি অভিযান আরো বেগবান করার দাবিতে এক বিক্ষোভ মিছিল রাজপথ প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রীর নির্দেশনায় সম্প্রতি রাজধানীতে শুদ্ধি অভিযানের প্রতি মোবারকবাদ জানিয়ে বলেন, ছোট লোকের দুর্নীতি পাপ, বড় লোকের দুর্নীতি মাফ এই নীতি আর চলতে দেয়া যায় না। শুদ্ধি অভিযান চলাকালে যুবলীগ নামধারী খালেদ ও জিকে শামীম আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার পর তাদের কাছে শত শত কোটি টাকা, অবৈধ অস্ত্র মওজুদ দেখে দেশবাসী হতবাক। আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় এই অবৈধ ক্যাসিনো ব্যবসা কিভাবে চললো দেশবাসী তা জানতে চায়। জনগণের জিজ্ঞাসা জিকে শামীম কাকে এবং কোন সংস্থাকে ১৫শ’ কোটি টাকা ঘুষ দিয়েছেন?
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের সভাপতিত্বে কেন্দ্রীয় সদস্য সৈয়দ আকরাম আল সাহানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও কানাইঘাট চতুল ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী, মামুন রশীদ এডভোকেট, দক্ষিণ সুরমা শাখার সভাপতি মো: আব্দুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম সোহেল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম শিতাব, কেন্দ্রীয় সদস্য আব্দুল মোতাওয়াল্লী ফলিক, হারুনুর রশীদ সংগ্রাম, শাহিদুর রহমান ঝুনু, মাওলানা আব্দুল বাহার, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইসমত ইবনে ইসহাক সানজিদ, সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদুর ইসলাম দিদার, সাংগঠনিক সম্পাদক রিখন তালুকদার রিখন, সহ সাংগঠনিক সম্পাদক নিয়াজ কুদ্দুস খান, মহিলা সম্পাদিকা রুনা বেগম, যুব নেতা বোরহান খান, সৈয়দ নূর আহমদ, রতন তালুকদার, মো: আবুল কালাম, গোলাম রসুল খান রাজু, মাহমুদুল করিম বখত শাফি, নুরুল ইসলাম জিতু, আব্দুল্লাহ আল মামুন, সৌরভ আহমদ, শেখ মো: দিপু, মো: হৃদয় হাসান, রেজাউল ইসলাম, আখতার হোসেন, আব্দুস সামাদ, মো: গোলজার হোসেন সিরাজী প্রমুখ। বিজ্ঞপ্তি