অফিসার্স এসোসিয়েশনের বিবৃতি ॥ শাবির সুনাম ও উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে একটি মহল উঠেপড়ে লেগেছে

9

শাবি অফিসার্স এসোসিয়েশন কার্যনির্বাহী কমিটি এর সভাপতি মোহাম্মদ মুর্শেদ আহমদ ও সাধারণ সম্পাদক আবু শাদাৎ মোহাম্মদ সায়েম তালুকদার স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তি জানানো হয়েছে, ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদের নেতৃত্বে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুনাম যখন চতুর্দিকে বিকশিত হচ্ছে ঠিক তখনই একটি স্বার্থান্বেষী গোষ্ঠী কর্মকর্তাদের জড়িয়ে অপতৎপরতার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। এদের মূল উদ্দেশ্য ভাইস চ্যান্সেলর ও বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করা এবং বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা ও উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যহত করা।
তারা প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানান, কর্মকর্তাদের সম্পৃক্ত করে যে শ্বেতপত্রটি প্রকাশিত হয়েছে এই অপকর্মেও সাথে বিশ্ববিদ্যালয়ের কোন কর্মকর্তা জড়িত নয়। কর্মকর্তারা তাদের সততা ও নিষ্ঠার সাথে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক বজায় রেখে প্রশাসনিক কার্যক্রম সম্পাদন করছে। তাই আমরা মনে করি, এই স্বার্থান্বেষী মহল ভাইস চ্যান্সেলরের সাথে কর্মকর্তাদের দূরত্ব তৈরী করার পাঁয়তারা করছে। তাদের মূল উদ্দেশ্য প্রশাসনিক কার্যক্রমকে বাধাগ্রস্থ করা। তারা আরো বলেন, কর্মকর্তাদের নাম ব্যবহার করে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার পিছনে স্বার্থান্বেষী মহলের এরূপ কার্যক্রমের তীব্র নিন্দা জানাচ্ছি। স্বার্থান্বেষী মহলের এরূপ ষড়যন্ত্র সম্পর্কে সজাগ ও সতর্ক থাকার জন্য এসোসিয়েশনের পক্ষ হতে কর্মকর্তাদেও অনুরোধ করা হচ্ছে। বিজ্ঞপ্তি