সিলেট রেড ক্রিসেন্ট হাসপাতাল পরিদর্শনকালে মুখ্য সচিব নজিবুর রহমান ॥ জনস্বাস্থ্য রক্ষার্থে এর কার্যক্রম অক্ষুন্ন রাখতে হবে

20
সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো: নজিবুর রহমানকে ইউনিটের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করছেন রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান সহ কর্মকর্তাবৃন্দ।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের কার্যক্রমের প্রশংসা করে জনস্বাস্থ্য রক্ষার্থে এর কার্যক্রম অক্ষুণœ রাখার আহবান জানিয়েছেন। তিনি মঙ্গলবার সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল পরিদর্শন করেন। এসময় তার সফরসঙ্গী ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রইছউল আলম মন্ডল, পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সচিব মো. নূরুল আমিন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান হাসপাতালের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। হাসপাতাল পরিদর্শন শেষে রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের পক্ষ থেকে ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ সিলেট-এর চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। সম্মাননা ক্রেস্ট প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, রেড়ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মনসুজ্জামান চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, নির্বাহী কমিটির সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সাইফুর রহমান খোকন, সোয়েব আহমদ, মো ইমাম উদ্দিন চৌধুরী, মো মজির উদ্দিন, মো মস্তাক আহমদ পলাশ, রেডক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের পরিচালক ডা. সুধাময় মজুমদার, মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকতা ডা. মোঃ আবু সালেহ খান, সহকারী পরিচালক প্রশাসন মৌফিজুল ইসলাম চৌধুরী, আজীবন সদস্য আব্দুল বাতিন ফয়সল, তোজাম্মেল হোসেন তাজুল, গুলজার আহমেদ জগলু, হিসাব রক্ষণ কর্মকর্তা ফরহাদ আমীর হাসান, সহকারী প্রশাসনিক কর্মকর্তা পার্থ সারথী দাস, যুব-প্রধান শাহনূর চৌধুরী সাথী, সাবেক যুবপ্রধান মো. নাজিম খান প্রমুখ। বিজ্ঞপ্তি