দিরাইর কালিয়াকোটা হাওরে নৌকাডুবি ৬ জনের লাশ উদ্ধার, ২০ জন নিখোঁজ

9

একে কুদরত পাশা সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিয়াকোটা হাওরে সন্ধ্যায় ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ২০ জন।
জানা যায়, দিরাই উপজেলার পেরুয়া গ্রামের ফিরোজ আলীর ছেলের বিয়ে আজ বুধবার। ফিরোজ আলীর শশুর বাড়ী রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রাম থেকে ২৫-২৬ জন নাইওরী নিয়ে একটি নৌকা যাত্রা করে। নৌকাটি খাধরা বিলে ঝড়ের কবলে পরে ডুবি যায়।
মাছিমপুর গ্রামের জাহেদ মিয়া জানান এখন পর্যন্ত আমার বাড়ীতে নিহত চার শিশুর লাশ আনা হয়েছে, আরো লাশ নিয় আসা হচ্ছে। নিহতরা হলো মাছিমপুর গ্রামের বাবুল মিয়ার দুই বছরের ছেলে শামীম, বদরুল মিয়ার তিন বছরের ছেলে আবির, নোয়ারচর গ্রামের আফজাল মিয়ার দেড়বরের ছেলে সোহান, পেরুয়া গ্রামের ফিরোজ আলীর আড়াই বছের ছেলে।
রফিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজুয়ান খাঁ জানান আমি দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়ে গঠনাস্থলের উদ্দেশ্যে দিরাই থেকে রওয়ানা দিয়েছি।