জামালগঞ্জে জলমহালের সীমানা নির্ধারণের দাবিতে মানববন্ধন

12
জামালগঞ্জে জলমহালের সীমানা নির্ধারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন।

জামালগঞ্জ থেকে সংবাদদাতা :
জামালগঞ্জের হালির হাওরের মৎস্যজীবীরা ছাতি ধরা গ্র“প জলমহালের সীমানা নির্ধারণের দাবিতে গতকাল দুপুরে ২ শতাধিক মৎসজীবী মানববন্ধন করেছে।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে হালির হাওরের ছাতি ধরা গ্রুপ জলমহালের পাশর্^বর্তী ঝুনুপুর, মুসলিম পুর, হোসেন পুর, উত্তর লক্ষ্মীপুর, হিন্দু কালিপুর, সদর কান্দি, মুমিন পুর সহ ৭ টি গ্রামের মৎস্যজীবিরা এই মানববন্ধন করে।
ঘন্টাব্যাপী এই মানববন্ধনে হাওরের মৎস্যজীবীদের মধ্যে মুজিবুর রহমান, আজিজুল ইসলাম, গোলাপ মিয়া, নাইব আলী সহ অনেকে বক্তব্য দেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল‘ র সাথে মৎস্যজীবীরা সাক্ষাৎ করেন। এ ব্যাপারে নির্বাহী আফিসার বলেন, এই জলমহালের সীমানা নির্ধারণ নিয়ে উপজেলা আ’লীগ সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক এম নবী হোসেন, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত চৌধুরী সাধারণ মৎস্যজীবী ও ইজারাদারের সাথে সমঝোতা করার সময় নিয়েছেন, যদি কোনো সুরাহা না হয় পরে প্রশাসনের পক্ষে দেখব।