বড়লেখায় কমিটি গঠন অনুষ্ঠানে বক্তারা ॥ নিরাপদ সড়ক আন্দোলন এখন সময়ের দাবি

10

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু বলেছেন, সড়ক দুর্ঘটনা বর্তমান বাংলাদেশে মহামারি আকার ধারণ করেছে। যার কারনে নিরাপদ সড়ক আন্দোলন এখন সময়ে দাবিতে পরিণত হয়েছে। প্রতিদিন সড়ক দুর্ঘটনায় অনেক প্রাণ অকালে ঝরে যাচ্ছে ও অনেক মানুষ পঙ্গুত্ববরণ করছে, অনেক সম্পদ নষ্ট হচ্ছে। তিনি চালক, যাত্রী, পথচারী সহ সবাইকে আইনের প্রতি আরও শ্রদ্ধাশীল হয়ে যথাযথভাবে সড়কে আইন মেনে চলার ও নিরাপদ সড়ক বাস্তবায়নে নিসচা কার্যক্রমে অংশগ্রহণ করার আহ্বান জানান।
তিনি মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা নিসচা কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তাহমীদ ইশাত রিপনের সভাপতিত্বে ও আইনুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন নিসচা সিলেট জেলা সভাপতি এম. বাবর লস্কর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিসচা সিলেট মহানগর সভাপতি এম. ইকবাল হোসেন, জেলা শাখার সহ সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন খান, দৈনিক যায়যায়দিনের বড়লেখা উপজেলা প্রতিনিধি সুলতান আহমদ খলিল, ইউএসএ মীম টিভির চীপ ডিরেক্টর শহীদ উল ইসলাম প্রিন্স, ইউপি সদস্য ফয়ছল আলম স্বপন প্রমুখ। বিজ্ঞপ্তি