পুলিশ-ম্যাজিস্ট্রেসী মতবিনিময় সভায় চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ॥ ন্যায় বিচার প্রাপ্তিতে বিচারকার্যে জড়িত দপ্তরের ভূমিকা গুরুত্বপূর্ণ

9
চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আয়োজিত মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসী মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কাউছার আহমেদ।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আহমেদ বলেন স্বল্প খরচে অল্প সময়ে মানুষকে ন্যায় বিচার দেওয়ার জন্য পুলিশ বিভাগ সহ বিচারকার্যে জড়িত সরকারের অন্যান্য দপ্তরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পুলিশ বিচারের প্রাথমিক স্তর তৈরি করে দেয়। পুলিশের রিপোর্টের উপর ভিত্তি করে মামলার বিচার কার্য শুরু হয়। সে ক্ষেত্রে পুলিশ বিভাগ মামলার ন্যায় বিচার নিশ্চিতে অনেক ভূমিকা পালন করে। তিনি আরো বলেন, বিচারের ক্ষেত্রে পুলিশ, ডাক্তার ও বিচারক মূলত একই উদ্দেশ্য নিয়ে কাজ করেন। যেসব ছোট-খাটো ত্র“টি বিচ্যুতি উত্থাপিত হয়েছে সেগুলি পরস্পর শান্তিপূর্ণ আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। তিনি সবাইকে স্ব স্ব ক্ষেত্রে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।
তিনি গতকাল ১৪ সেপ্টেম্বর শনিবার সকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সিলেট এর সম্মেলন কক্ষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সিলেট আয়োজিত পুলিশ-ম্যাজিস্ট্রেসী মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ফোকাল পার্সন সিনিয়র চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাঁকন দে এর সঞ্চালনায় মতিবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম, সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মোঃ শামছুল ইসলাম, প্রভাষক ডাঃ মোহাম্মদ আব্দুল্লাহ-আল হেলাল, হাসপাতালের ডাঃ জলিল কায়সার, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ নূরে আলম শামীম, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মলয় ভূষণ চক্রবর্তী, পিবিআই সিলেটের এস.আই মোহাম্মদ আওলাদ হোসেন, গোলাপগঞের এএসপি রাশেদুল হক চৌধুরী, ডিএসবি’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা জি.এম আবু বকর সিদ্দিক, বিএসটির পরিদর্শক কর্মকর্তা মোঃ পারভেজ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ, অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলাম, সিএসএম কাউছার আহমদ, মাদক বিরোধী সেল সিলেটের পুলিশ পরিদর্শক সজল কুমার কানু,
উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু ওবাইদা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন-অর-রশিদ, সুলেখা দে, লায়লা মেহের বানু, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন সাগর, কোর্ট ইন্সপেক্টর মোঃ জালাল উদ্দীন ভুইয়া, ডিবি’র ওসি মোঃ বদরুল ইসলাম সোহেল, সিলেট সদর কোর্ট পুরিশ পরিদর্শক মালাখানা মুজিবুর রহমান চৌধুরী, জেলা পুলিশ পরিদর্শক ট্রাফিক এনামুল হক, সিনিয়র জেল সুপার ফেরদৌস মিয়া, সিআইডি সিলেট জোনের পুলিশ পরিদর্শক রোকেয়া খানম, গোয়াইনঘাটের এএসপি মোঃ নজরুল ইসলাম পিপিএম, ওসি মোঃ আব্দুল আহাদ, কোম্পানীগঞ্জ থানার ওসি মোঃ তাজুল ইসলাম, বালাগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান, বালাগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান, ওসমানী নগর থানার ওসি এসএম আল মামুন, জকিগঞ্জ থানার ওসি মীর মোঃ আব্দুন নাসের, গোলাপগঞ্জ থানার ওসি মিজানুর রহমান, ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, কানাইঘাট থানার ওসি মোঃ শামসুদ্দোহা পিপিএম, বিশ^নাথার ওসি মোঃ শামীম মুসা, বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর, জৈন্তাপুর থানার ওসি শ্যামল বনিক, ডিবি (দক্ষিণ) সিলেটের এস.আই সৈয়দ ইমরোজ তারেক, ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা দীপংকর চন্দ্র পাল, নাজির কামাল উদ্দিন চৌধুরী, জুডিসিয়াল পেশকার লেলিন পোদ্দার। বিজ্ঞপ্তি