কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭’র ফাইনাল ম্যাচ সম্পন্ন

12

কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব- ১৭ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেল নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জির সভাপতিত্বে ও ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ রাসেল আহমদ ও সাংবাদিক আকবর দেওয়ান মনার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাছির উল্লাহ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এ এস পি সার্কেল মোঃ নজরুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী শামীম আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও কোম্পানীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এড মাহফুজুর রহমান মাহফুজ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান লাল মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা বেগম, ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া, ৬নং দক্ষিন রনিখাই ইউনিয়ন চেয়ারম্যান সিদ্দিকুর রহমান রুকন, কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বিলাল হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, মোঃ রাসেল আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য এম সোহেল আহমদ,কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মো সাইফুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এখলাছুর রহমান ও সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা, কোম্পানীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সফাত উল্লাহ, কোম্পানীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোশাররফ হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আবিদুর রহমান, ১নং পশ্চিম ইসলাম পুর যুবলীগের সভাপতি মদরিছ আলী, উত্তর রণিখাই ইউনিয়ন যুবলীগের সভাপতি কুদ্দুস আলী, সমাজ সেবক আমিনুল ইসলাম, মোঃ আলা উদ্দীন, উপজেলা ছাত্রলীগের পাঠাগার সম্পাদক ফখরুল ইসলাম, এম সাইফুর রহমান কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ শান্ত, ছাত্রলীগ নেতা মিনহাজুর ইসলাম মাজেদ প্রমুখ। বিজ্ঞপ্তি