শরতের আগমন

20

জাহিদ হাসান

পাঁচ ঋতু চলে গেলো,
বছর ঘুরে আবার শরৎ এলো,
প্রকৃতি যেনো নব যৌবন পেলো।
উত্তাপ হয়ে যাচ্ছে বিলীন,
হালকা শীতের আভাসে,
প্রকৃতি স্নিগ্ধতায় মলিন।
গগনে সাদা মেঘের আনাগোনা,
গুচ্ছ গুচ্ছ মেঘ যেনো দোলনা।

এতদিন ছিলো ধূ ধূ প্রান্তর
বিস্তৃত মাঠ-ঘাট,
আজিকে শরতের আগমনে,
সেখানে বসেছে যেনো কাশফুলের হাট।
নেবার মতো দুই এক জন আসে,
আর সবে শুধু চেয়ে চেয়ে দেখে।
ওদের মনের দোলনায়,
ওরা দুলছে আপন মনে,
ইহাতেই যে বড় ভালো লাগে।

আমন ধানের হলো আগমন,
বাড়ি বাড়ি পড়লো নবান্নের ধুম।
শিশু-জোয়ান-বৃদ্ধ,
কারো চোখে নেই ঘুম।
আনন্দের আত্মহারায় ঘুম পালালো-
ঐ সুদূর বন,
এ যে শরতের আগমন।