আদালতে কর্মচারীদের প্রশিক্ষণ অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ ॥ কর্মচারীরা দক্ষ হলে দ্রুত সেবা প্রদান করা যায়

8
চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত সিলেট এর কর্মচারীদের চার দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা।

সিলেট চীফ মেট্রোপলিটন আদালতে কর্মরত কর্মচারীদের ৪ দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল বিকেলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে সিলেট চীফ মেট্রোপলিটন আদালতের বিচারক আবুল কাশেমের সভাপতিত্বে প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে.এম রাশেদুজ্জামান রাজা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর দায়রার জজ আদালতের বিচারক মমিনুন নেসা। প্রশিক্ষণ অনুষ্ঠান উদ্বোধনকালে জেলা ও দায়রা জজ বলেন, কাজের দক্ষতার উপর ভিত্তি করে একজন কর্মচারিকে বিবেচনা করা হয়ে থাকে। আদালতে কর্মরত কর্মচারিগণ কাজে দক্ষ হলে বিচারকের বিচারকার্য সম্পাদনে অসুবিধা অনেক কম হয়। সেই সাথে বিচার কার্যক্রমেও গতি আসে। এইজন্য তিনি সকল কর্মচারীদের প্রশিক্ষণ চলাকালে প্রতিটি সেশনে অংশগ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন। এছাড়াও ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ বলেন যে, প্রশিক্ষণের মাধ্যমে কাজের দক্ষতা বৃদ্ধি হয়ে থাকে। বিচার বিভাগ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এবং উক্ত বিভাগের মর্যাদা রক্ষার দায়িত্ব বিচারালয়ে কর্মরত সকলের। তাই তিনি উক্ত কর্মশালায় সকল কর্মচারীদেরকে অংশগ্রহণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করতঃ সুষ্ঠু ও কার্যকর ভাবে আদালতের কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশ প্রদান করেন। সভাপতির বক্তব্যে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলেন, বর্তমানে বাংলাদেশের প্রতিটি আদালত মামলার ভারে জর্জরিত। যার ফলে একজন বিচারককে পূর্বের যেকোন সময়ের তুলনায় সর্বাধিক সংখ্যক রায় এবং আদেশ প্রচার করতে হয়। বিচারকদের এই নিরলস প্রচেষ্টায় বিচারালয়ে কর্মরত কর্মচারীদের সমান ভাবে এবং দক্ষতার সাথে সহযোগিতা করতে হবে। দ্রুততম সময়ে নির্ভুল ভাবে আদালতের কার্যক্রম সম্পাদন করার ক্ষেত্রে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। তিনি জানান, আমাদের আদালতে কর্মরত কর্মচারিরা যথাযথ প্রশিক্ষণ পান না। তাদেরকে কর্মক্ষেত্রে আরও দক্ষ করার জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসীর সকল আদালতের বিচারকগণ এবং কর্মচারিগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি