দুর্নীতি এখন মূল নীতিতে পরিণত হয়েছে — ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান

115
বাংলাদেশ লেবার পার্টির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর লেবার পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান, ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, শেখ মুজিবুর রহমান ক্ষমতায় এসে দেশের সংবাদপত্র ও রাজনৈতিক দলগুলোকে গুলোকে বাতিল করে এক দলীয় বাকশাল কায়েম করেছিলেন। তারই কন্যা শেখ হাসিনা ডিজিটাল কায়দায় এবার বাকশাল কায়েমের চেষ্টা করছেন। তিনি আরো বলেন, বিএনপি সহ আমরা যারা ২০ দলীয় জোটে আছি, সবাই যদি ঐক্যবদ্ধ ভাবে মাঠে নামি তাহলে গণতন্ত্র পুনঃরুদ্ধার সম্ভব। নির্বাচন, আন্দোলন সহ সব সময় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ দীর্ঘদিন যাবৎ কারাগারে। তাকে মুক্ত করতে বিএনপিকেই আন্দোলনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা বিএনপির সাথে ঐক্যবদ্ধ ভাবে মুক্তি সংগ্রামের মাঠে নামবো। দেশের সর্বস্তরের দুর্নীতি চেপে বসেছে। যার কারণে দেশ জরাজীর্ণ হচ্ছে। দেশের দুর্নীতি এখন মূল নীতিতে পরিণত হয়েছে। আসুন এসকল অপকর্মের জবাব দিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান।
তিনি গতকাল ৮ সেপ্টেম্বর রবিবার বিকালে সিলেট নগরীর শেখঘাটস্থ কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগর লেবার পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর লেবার পার্টি সভাপতি মাহবুবুর রহমান খালেদের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজমল হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, মহানগর বিএনপির সহ সভাপতি সাবেক কাউন্সিলর আব্দুল কাইয়ুম জালালী পংকী, দক্ষিণ জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, মহানগর ইসলামী ঐক্যজোট সভাপতি মুফতী ফয়জুল হক জালালাবাদী, জেলা শ্রমিকল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ ফখরুল ইসলাম খান, এলডিপি সিলেট জেলা সভাপতি সাইদুর রহমান চৌধুরী রূপা, এনডিপি সিলেট জেলা সভাপতি আনিসুর রহমান, জাগপা জেলা সভাপতি শাহজাহান আহমদ লিটন, যুব মিশন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শওকত চৌধুরী, ছাত্র মিশন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শরীফুর রহমান, সিলেট মহানগর সভাপতি শাহ মোঃ আহসান তুহিন প্রমুখ। বিজ্ঞপ্তি