ওসমানীনগরে পূজা উদযাপন পরিষদের সভা ॥ সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের ছুটি বর্ধিত করার দাবি

18

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরে উপজেলা পূজা উর্দ্যাপন পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার তাজপুর হরিপুর (কাশি পাড়া) শিব মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি ডা: নিরঞ্জন সূত্রধর। উপজেলা শাখার যুগ্ম সম্পাদক চন্দ্র শেখর দে (চয়ন) এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, ওসমানীনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সত্যেন্দ্র কুমার দেব। বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা পূজা উদ্যাপন পরিষদের সদস্য প্রতাব তালুকদার, ওসমানীনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক চয়ন পাল। সভায় বক্তারা আসন্ন দুর্গা পূজায় শন্তিপূর্ণভাবে পালনের জন্য সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানগুলোর ছুটি বর্ধিত করার দাবিসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার সময় সূচি পরিবর্তনের দাবি জানান। এছাড়া পূজা চলাকালিন সময়ে রংপুরের উপ-নির্বাচনের তারিখ পরিবর্তনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের হস্তক্ষেপ কামনা করেন। উপজেলায় শান্তিপূর্ণভাবে পূজা পালনে ও বিশৃখল পরিবেশ এড়াতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি প্রদীপ পুরকায়স্থ, রতিশ সূত্রধর, গোপাল দাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অর্থ সম্পাদক কাঞ্চন দেব, সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অজিত পাল, পূজা পরিষদ নেতা প্রানেশ দাশ, তরুন দেব, পান্না লাল দেব, বিশ্বজিৎ সোম সজল, সুজিত দেব, সুমন দত্ত,রিপন নাগ, নান্টু দেব, উপজেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি পাপ্পু বহ্নি, ছাত্র যুব ঐক্য পরিষদ নেতা লিটন দেব, রবিন দেব পিংকু, নয়ন দেব। দয়ামীর শ্রী শ্রী চৈতালী সংঘ পূজা মন্ডপের সাধারণ সম্পাদক সজল পুরকায়স্থ, ছাত্র যুব ঐক্য পরিষদ পূজা মন্ডপের সাধারণ সম্পাদক সবুজ দাস, নিজ কুরুয়া সার্বজনিন পূজা মন্ডপের সভাপতি তরনী বিশ্বাস, জয় দুর্গা পূজা মন্ডপের সাধারণ সম্পাদক ডা: রঞ্জিত চৌধুরী, উসমানপুর রঘু পুর সার্বজনিন পূজা মন্ডপের সাধারণ সম্পাদক লিটন দাস, মুমিনপুর সার্বজনিন পূজা মন্ডপের সম্পাদক নিপেন্দ্র মালাকার, বুরুঙ্গা সার্বজনিন পূজা মন্ডপের সম্পাদক অজয় চক্রবর্তী, তাজপুর হরিপুর শিববাড়ি পূজা মন্ডপের সভাপতি সুনিল দত্ত, উমরপুর সার্বজনিন পূজা মন্ডপের পক্ষে প্রদীপ পুরকায়স্থ, পশ্চিম পৈলনপুর গীতা সংঘ সার্বজনিন পূজা মন্ডপের সভাপতি রনজিৎ সূত্র ধর, সাদীপুর গীতা সংঘ সার্বজনিন পূজা মন্ডপের সভাপতি নিরঞ্জন সূত্রধর, ময়ামায়া সার্বজনিন পূজা মন্ডপের সম্পাদক মনোজ দাস, উমরপুর কালীবাড়ি পূজা মন্ডপের সম্পাদক অনন্ত চক্রবর্তী, তাজপুর কালাসারা ব্যক্তিগত পূজা মন্ডপের পক্ষে নান্টু দেব। উক্ত সভায় উপজেলার অন্যান্য পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন।