ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম বাড়াতে বিশ্বনাথে বিট পুলিশিং বিষয়ক সভা

10
বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বিট পুলিশিং কার্যক্রম সভায় বক্তব্য রাখছেন থানার ওসি শামীম মুসা।

বিশ^নাথ থেকে সংবাদদাতা :
ইউনিয়ন পর্যায়ে সম্প্রসারিত বিট পুলিশিং বিষয়ক কার্যক্রম বাড়াতে বিশ^নাথে সভা করেছে বিশ^নাথ থানা পুলিশ। গতকাল শনিবার দুপুরে রামপাশা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা। তিনি বলেন, জনগনকে পুলিশের কাছাকাছি পৌঁছাতেই এ সম্প্রসারিত বিট পুলিশিংয়ের সভার আয়োজন করা হয়েছে।
রামপাশা ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ও থানার এসআই দেবাশীষ শর্ম্মার পরিচালনায় সভায় প্রধান বক্তার রাখেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ও রামপাশা ইউনিয়ন পরিষদের মেম্বার জামাল আহমদ।
সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু, রামপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল মুকিত সুমন, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ। এর আগে সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরব শাহ।