পূজা উদযাপন পরিষদের উদ্যোগে গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

26
গীতা পাঠ প্রতিযোগিতায় পল্লবী রাণী নাথের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সদস্য অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য।

জাতীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতার অংশ হিসেবে শুক্রবার সিলেটের মনিপূরী রাজবাড়ীস্থ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির ও আশ্রমে শুক্রবার দিনব্যাপী শ্রীমদ্ভগবদ গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।
সিলেটের বিভিন্ন উপজেলা থেকে শতাধিক প্রতিযোগীরা অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত আকর্ষনীভাবে গীতা পাঠ করার মাধ্যমে উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সহ সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক এড. রনজন ঘোষের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সদস্য অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, জেলা যুগ্ম সম্পাদক অরুন দেবনাথ সাগর, নীলেন্দু দে অনুপ, কৃষ্ণা রানী দেব।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চিত্রশিল্পী ভানুলাল দাস, সুষেন্দ্র চন্দ্র নমঃ খোকন, নীরেন্দ্র চন্দ্র নাথ, রাজু গোয়ালা, দুলাল চন্দ্র দেব, প্রকাশ বিশ্বাস, প্রভাষক রজত কান্তি দাস, সুলাল দেব, চয়ন দে, জ্যোতিষ পাল, রমাংশু চক্রবর্তী সুমন প্রমুখ।
সভায় বক্তারা প্রতিটি সনাতন গৃহে প্রতিদিন গীতা পাঠ করার উপর গুরুত্বারোপ করে বলেন, মানবতাবাদী সমাজ ও হিংসামুক্ত পৃথিবী গড়ে তোলার জন্য আমাদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে হবে।
দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজ্ঞ বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রকৌশলী মনোজ বিকাশ দেবরায়, বিনীত কুমার চক্রবর্তী, মানিক চন্দ্র ঘোষ, এড. বিজয় কৃষ্ণ বিশ্বাস, রন বিজয় চক্রবর্তী, বনমালী ভট্টাচার্য্য, দেবব্রত চক্রবর্তী, অশোক চৌধুরী, দেবল দাস।
প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে বিজয়ীরা হলেন, ক-বিভাগে ১ম পূর্ণিমা রানী দাস, ২য় প্রত্যাশা রায় লোপা, ৩য় অমৃত দেবনাথ, খ-বিভাগে ১ম প্রীতম কর, ২য় শ্রেয়সী তালুকদার, ৩য় স্বস্থিকা চন্দ, গ-বিভাগে ১ম পল্লবী রানী নাথ, ২য় অনুপমা দাস মুক্তি, ৩য় সত্যজিৎ কর। বিজ্ঞপ্তি