মানবাধিকারকর্মী কানু পালের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

8
মানবাধিকার কর্মী কানুলাল পালের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে মানবাধিকার বাস্তবায়ন কমিশনের মানববন্ধন।

সিলেট মহানগর মানবাধিকার বাস্তবায়ন কমিশনের সহ-সভাপতি কাষ্টঘর আল-খাজা মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী কানু পালকে মার্কেটের মালিক কর্তৃক নানাভাবে অপমান অপদস্ত ও হয়রানি এবং বিল্ডিং কোড না মেনে ইমারত তৈরি, জরাজীর্ণ আল-খাজা মার্কেটে বারবার অগ্নিকান্ড হওয়ার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সিলেট মহানগর মানবাধিকার বাস্তবায়ন কমিশন গতকাল ৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩টায় সিলেট নগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে জরাজীর্ণ আল-খাজা মার্কেটের বারবার অগ্নিকান্ডের তদন্ত ও মার্কেটের মালিক পক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। বক্তারা সিলেট মহানগর মানবাধিকার বাস্তবায়ন কমিশনের সহ-সভাপতি কাষ্টঘর আল-খাজা মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী কানুলাল পাল-এর বিরুদ্ধে সকল প্রকার ষড়যন্ত্র ও অপপ্রচার বন্ধ করার জোর দাবি জানানো হয়।
মানববন্ধনে সিলেট মহানগর মানবাধিকার বাস্তবায়ন কমিশনের সভাপতি আ.ন.ম জামান চৌধুরী সভাপতিত্ব করেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি হাজী হাবিবুর রহমান মজলাই, সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, দৈনিক উত্তরপূর্ব’র সিরিয়র রিপোর্টার সজল ঘোষ, সংগঠনের অর্থ সম্পাদক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম লিটন, সহ-সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক মিন্টু দেবনাথ মিটু, ফরিদা আলম, কৃষি বিষয়ক সম্পাদক জোছনা আক্তার, মিজানুর রহমান, সানুর আহমদ, তফজ্জুল আলী, আয়েশা জান্নাত রুবি, মিসবাহ উদ্দিন স্বাধীন, আব্দুল মতিন খসরু, নুরে আলম সাদেক, অসিম রায়, বাবুল মিয়া, সামসুন নুর তালুকদার, মাসুদ মিয়া বাচ্চু, আতিক শিকদার, মিয়াজান আলী, একলাছুর রহমান, রানু দেব, আজাদ মিয়া, পরিমল মালাকার, সালাম মিয়া, সাফিউর রহমান, স্বপ্না রানী দাস, ওয়াসিম মিয়া, মনির উদ্দিন, সুহেল আহমদ, হিফজুর রহমান, নাহিদুল ইসলাম নাহিদ, শাহারিয়ার ইমন, শামসুল ইসলাম, রবিউল মিয়া, টিটু চক্রবর্তী, সুমন দত্ত, জয় পাল, বাবুল দেব ও রনি দেব। বিজ্ঞপ্তি