শরৎকাল

30

আব্দুল্লাহ বিন রওহা তুহিন

শরৎ এলে বাগান জুড়ে
কাশফুলের মেলা,
নীল আকাশে পাখির সাথে
সাদা মেঘের খেলা৷

শিশির ভেজা দুর্বাঘাসে
প্রজাপতি ওড়ে,
ফড়িং ছানা ওড়তে দেখে
মনটা সবার কাড়ে৷

লাল-সাদা শাপলা দেখে
জুড়ায় মনও প্রাণ,
মাটির বুকে বাউল গায়
ভাটিয়ালি গান৷

মাঠের ধারে সোনালি ধান
দুখী কৃষাণ দেখে,
গোলার ভরার আশা নিয়ে
সুখের স্বপ্ন আঁকে৷