জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পুরুষদের ভূমিকাই প্রধান —–কাজী মহুয়া মমতাজ

13

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ বলেছেন, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পুরুষদের ভূমিকাই প্রধান। পুরুষরা নিজ নিজ অবস্থান থেকে নারীদেরকে সকল সহিংসতা থেকে রক্ষা করতে পারেন। তিনি বলেন, বাল্য বিবাহসহ নারী নির্যাতন বন্ধের জন্য সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থাগুলোও কাজ করে যাচ্ছে। বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে নারী-পুরুষ সবাইকে মিলেই কাজ করতে হবে। তিনি বৃহস্পতিবার সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়ন পরিষদে ব্রাক-এর উদ্যোগে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পুরুষদের দায়িত্ব ও ভূমিকা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদের সভাপতিত্বে ও ব্রাক-এর টেকনিক্যাল ম্যানেজার মো: মহসিন এর সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: শামীমা আক্তার। বিজ্ঞপ্তি