সুনামগঞ্জের সীমান্তগুলোতে সতর্ক অবস্থান বিজিবির

7

একে কুদরত পাশা সুনামগঞ্জ থেকে :
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য শনিবার সকালে আসামে চূড়ান্ত নাগরকি তালকিা প্রকাশ করা হয়। এই তালকিা থেকে বাদ পড়েছে ১৯ লাখের বেশি মানুষ। নাগরিকদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেশের সকল সীমান্ত এলাকার মতো সুনামগঞ্জের তাহিরপুর, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ সদর ও ধর্মপাশা উপজেলার সীমান্তবর্তী হওয়ায় সেই সকল উপজেলার সীমান্তগুলোতে সর্তক অবস্থান নিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। তালিকা থেকে বাদ পড়া রাজ্যের প্রায় ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন মানুষ যেনো সিলেটতথা সুনামগঞ্জ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ না ঘটাতে পারে সেজন্য সর্তক অবস্থান নিয়েছে সুনামগঞ্জের ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। সীমান্তবর্তী গ্রামগুলোতে বসবাসকারীদের বিজিবির পক্ষ থেকে সতর্কতামূলক বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন ২৮ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম। অন্যদিকে সীমান্ত এলাকায় যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি সব ধরনের প্রস্তুতিও রয়েছে বলে জানান তিনি।
২৮ ব্যাটালিয়নের অধিনায়ক মো. মাকসুদুল আলম বলেন, তালিকা আসামের হলেও সুনামগঞ্জ সীমান্তে যাতে এর কোনও প্রভাব না পড়ে সেদিকে লক্ষ্য রেখে ২৮ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তে থাকা বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।। সেই সঙ্গে সীমান্তবর্তী গ্রামগুলোতে বসবাসকারীদের এসব বিষয়ে সর্তক থাকতে বলা হয়েছে।