শরৎ

20

সাগর আহমেদ

ঋতুর রানি শরৎ এলো
রঙিন ডানায় চড়ে,
নদীর পারে কাশফুলেদের
দেখি নয়ন ভরে।

আলতা পায়ে গাঁয়ের বধূ
কলসি ভরা জল,
নীল আকাশে উড়ে দেখি
সাদা মেঘের দল।

মৃদূ হাওয়ায় ঢেউ উঠেছে
সোনালী ধান ক্ষেতে,
নতুন ধানের গোলা ভরে
উঠলো কৃষক মেতে।

বাঁশির সুরে রাখাল ছোটে
নিয়ে গরুর পাল,
বাংলা মায়ের ছয়টি মেয়ে
একটি শরৎ কাল।