শরৎ

20

আনোয়ার আল ফারুক

শাদা মেঘের রঙিন ভেলায়
শরৎ এলো দেশে,
কাশফুলেদের দোল খাওয়াতে
নাচছে পরীর বেশে।

মেঘের সাথে পাল্লা দিয়ে
বকের সারি ওড়ে,
শীতল বায়ুর পরশ ছোঁয়ায়
মেঘেরা যায় দূরে।

তালের পিঠার মধুর ঘ্রাণে
মাতাল চারিদিক,
মেঘের আঁড়ে সূর্যিমামা
ছড়ায় আলোর ঝিক।

জোছনা রাতে চাঁদের সাথে
তারারা সব ভাসে,
দীঘলজলে শাপলা শালুক
মুচকি মুচকি হাসে।

চারিদিকে বইছে যেনো
শুভ্র সতেজ রেশ,
রূপের রঙে সাজছে ওই’যে
সোনার বাংলাদেশ।