শরতের হাসি

17

কবির কাঞ্চন

শাপলা শালুক পদ্ম ফোটে
ভাদ্র-আশ্বিন এলে
সূর্য্যমিামা মেঘের সাথে
লুকোচুরি খেলে।

স্বপ্ন নিয়ে শরৎ আসে
ফুল পাখিদের গানে
সাদা মেঘের ভেলা চলে
দূর আকাশের পানে।

শিউলি কামিনী কাশফুল
শরৎ এলে ফোটে
উদাসী মনে প্রাণিকূল
সবুজ বনে ছোটে।

শিশির ভেজা সবুজ ঘাসে
সোনামাখা আলো
সেই আলোতে মুক্তো দেখে
লাগে কতো ভালো।

ঝিরিঝিরি হাওয়ায় ভাসে
আমন ধানের গন্ধ
ঋতুর রাণীর আগমনে
প্রাণে আসে ছন্দ।

দিনের শেষে রাত্রিকালে
পূর্ণিমা চাঁদ হাসে
সবার মনে উদারতা
শরৎ নিয়ে আসে।