রূপের পেখম মেলে

10

আহমাদ মুস্তাকীম

শুভ্র সাদা মেঘের ভেলা ওড়ে
ঘাসের ডগায় শিশিরফোঁটা পড়ে।
নদীর তীরে কাশফুলেরা দোলে
মেঘ ছুটে যায় বৃষ্টি নিয়ে কোলে।

হিম বাতাসে মনটা শিতল করে
বিহান বেলা শিউলি বকুল ঝরে।
মুচকি হেসে সূর্য্যমিামা ওঠে
ঝিলের বুকে শাপলা শালুক ফোটে।

শ্রাবণ শেষে বর্ষা ঋতু গেলে
শরতরানি রূপের পেখম মেলে।