পরিবহন চালক ও হেলপারদের প্রশিক্ষণ দিলো এসএমপি

7
পরিবহন চালক ও হেলপারদের প্রশিক্ষণ দিচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

স্টাফ রিপোর্টার :
দক্ষতা বৃদ্ধির জন্য পরিবহন চালক ও হেলপারদের প্রশিক্ষণ দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গতকাল বৃহস্পতিবার নগরীর একটি কমিউনিটি সেন্টার হলে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা এর নির্দেশনা মোতাবেক পরিবহন সেক্টরের শৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষে এ কর্মশালার আয়োজন করে এসএমপি।
এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জ্যোতির্ময় সরকার। সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহম্মদ আশিদুর রহমান’র সভাপতিত্বে কর্মশালায় ৪০ জন পিকআপ/মিনি ট্রাক, ২০ জন হিউম্যান হলার (লেগুনা) এবং ৪০ জন সিএনজি চালিত অটোরিক্সা চালক ও হেলপার ছিলেন।