জগন্নাথপুরে ইজিবাইক বিহীন যানজট মুক্ত পৌর শহর

10

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে ইজিবাইক (টমটম) বিহীন যানজট মুক্ত পৌর শহরের পুরনো চিত্র ফিরে এসেছে। যা টমটম গাড়ির কারণে হারিয়ে গিয়েছিল। ২৭ আগষ্ট থেকে প্রশাসনের হস্তক্ষেপে পৌর শহরে টমটম প্রবেশ বন্ধ থাকায় নিমিষেই যানজট মুক্ত হয়ে পড়েছে।
২৮ আগষ্ট বুধবার দেখা যায়, পৌর শহরের ভেতরে কোন টমটম প্রবেশ করছে না। যদিও বিচ্ছিন্ন ভাবে ২/১ টি টমটম প্রধান সড়কে চলাচল করছে। তবে কোথাও দাঁড়িয়ে আগের মতো যানজট সৃষ্টি করছে না। এতে পুরো শহর যানজট মুক্ত রয়েছে। যে কারণে পথচারীরা সন্তোষ প্রকাশ করেন।
এর আগে পৌর শহরের যানজট মুক্ত করার লক্ষ্যে টমটমের বিরুদ্ধে অনেক আন্দোলন হয়েছে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে বেশ কয়েকবার অভিযানও করা হয়। তাতেও কাজ না হওয়ায় অবশেষে প্রশাসনের কঠোর হস্তক্ষেপে পৌর শহর থেকে টমটম সরানো হওয়ায় যানজট মুক্ত হয়।